Alapon

ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তুরস্কের আরেকটি বিজয়




ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তুরস্কের আরেকটি বিজয়

তুর্কী সাইপ্রাসের নির্বাচনে আঙ্কারার সমর্থিত প্রার্থী এরছিন তাতার ৫১ দশমিক ৭৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী মুস্তাফা আকিনজি ৪৮ দশমিক ২৬ শতাংশ ভোট পেয়েছেন।

এরছিন তাতার বর্তমান প্রধানমন্ত্রী এবং তুরস্ক সরকারের সমর্থিত প্রার্থী। অন্যদিকে মুস্তাফা আকিনজি বর্তমান প্রেসিডেন্ট এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সমর্থন ছিল তার প্রতি।

গত পাঁচ বছরে এরছিন তাতার - প্রধানমন্ত্রী থাকাকালীন সময় - আঙ্কারার সাথে একই সুরে কথা বলেন এবং এবারের নির্বাচনী প্রচারণার সময়ও তুর্কি সরকারের সাথে একত্রে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।

কিন্তু মুস্তাফা আকিনজি গত পাঁচ বছরে সাইপ্রাস ইস্যুতে তুরস্কের বিরুদ্ধে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে হাত মিলাতে এবং বিভক্ত সাইপ্রাস সমস্যা সমাধান পশ্চিমাদের দেওয়া প্রস্তাবগুলো মেনে নিতে সম্মতি জানান।

অর্থাৎ তাতার তুরস্কের স্বার্থে আর আকিনজি ইউরোপীয় ইউনিয়নের কথায় কাজ করতো।

একারণে এরছিন তাতার-এর বিজয় তুর্কি সাইপ্রাস এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তুরস্কের হাতকে আরও শক্তিশালী করবে।

আজকের নির্বাচনের এ ফলাফল মূলত গ্রীস, গ্রীক সাইপ্রাস এবং ফ্রান্সের বিরুদ্ধে এরদগানের আরেকটি বিজয়।

Sarwar Alam.............

পঠিত : ১০৪৫ বার

মন্তব্য: ০