Alapon

স্মরণে আঠাশে অক্টোবর

শাহাদাতের এক দীর্ঘ মিছিলের দিন, সেই ২৮শে অক্টোবর!
স্মৃতির ক্যানভাসে থাকবে অমলিন, হয়ে চির ভাস্বর!

পল্টনের সেই ময়দান আজও আছে!
নেই কেবল আল্লাহপ্রেমী সেই মানুষেরা!
হায়েনারূপী কিছু অমানুষের রক্তপিপাসার শিকার হয়েছিলো যারা!
খুন পিয়ে তাদের সাধ মেটেনি
করেছে নৃত্য শহীদের লাশের 'পর!
বর্বরতার এমন দৃশ্য
দেখে স্থির থাকে কার মন!

নব্যহিন্দার নির্দেশে ওরা
এলো ছুটে হিংস্র কুকুরের মতো
লগি বৈঠার হামলায় করলো
প্রিয় ভাইদের ক্ষতবিক্ষত!

যেই মুখ সদা থাকতো সিক্ত
কালামে পাকের তিলাওয়াতে,
সেই দন্তপাটি খুঁচিয়ে হায়েনারা
জর্জরিত করলো আঘাতে।

স্বজন হারা সব মা-বোনেদের
অশ্রু বৃথা যাবে না নিশ্চয়,
আল্লাহর কাছে ই পাবেন তারা
উত্তম বিনিময়।

জান্নাতের ই সবুজ পাখি হয়ে
উড়বেন তারা ফুল বাগানে,
তাদের শহীদ করা জালিমদের
বিচার করবেন প্রভু আখিরাতে!

বছর ঘুরে আবারো এসেছে সেই স্মৃতিকাতর দিন!
পারছি কতোটুকু আদায় করতে সেই শহীদদের ঋণ!

আল্লাহকে ভালোবেসে দিলেন জীবন যারা
দ্বীন কায়েমের তরে
ত্যাগের মহিমায় অনুসরণীয় তারা
প্রত্যহ, যুগে যুগে।

-স্মরণে আঠাশে অক্টোবর
~ সাবিহা সাবা

পঠিত : ৩৬৬ বার

মন্তব্য: ১

২০২০-১০-২৮ ১৯:১৮

User
ইবনে ইসহাক

পিকচারটি প্রদর্শিত হচ্ছে না। এডিট করুন।

submit