Alapon

ইতিহাস সম্পর্কে জানতে হলে ইতিহাস পড়া আবশ্যক

আমাদের প্রতিদিনের গল্পই আগামী কালের ইতিহাস। এ গল্পে ব্যাক্তিক, গোষ্ঠীয়, সামাজিক এবং রাস্ট্রীয় পর্যায়ে হয় আমরা অন্যকে নিয়ন্ত্রণ করছি বা অন্যের দারা নিয়ন্ত্রিত হচ্ছি। এ এক নিরন্তর অস্তিত্তের যুদ্ধ। এ যুদ্ধে যার ইতিহাস জ্ঞান যতো বেশী তার টিকে থাকবার সম্ভাবনাও ততো বেশী।
আপনি কাকে ভালবাসবেন আর কাকে ঘৃণা করবেন এটা আপনি কিভাবে জানবেন? ইতিহাস পাঠ না করলে জানা অসম্ভব আপনি কাকে ঘৃণা করবেন আর কাকে অনুসরণ করবেন। সুতরাং অতীত বিষয়ে জ্ঞান লাভ করতে হলে ইতিহাস পাঠ আবশ্যক।

আজকে আমি আপনাদের জন্যে ইতিহাস বিষয়ে শতাধিক বইয়ের ঠিকানা দিচ্ছি আশাকরি উপকৃত হবেন।

১. ইসলামের ইতিহাস

২. বাংলাদেশের ইতিহাস

৩. উপমহাদেশের ইতিহাস

৪. মুঘল সাম্রাজ্যের ইতিহাস

পঠিত : ৬৪৯ বার

মন্তব্য: ০