Alapon

ভুলটাকে ফুল করো!




বুক ভেঙে মিসমার
ঘুম নেই!

প্রাণ পুড়ে ছারখার
সুখ নাই!!


সুখ-শখ খুঁজে খুঁজে
প্রাণ গেলো ক্ষয়ে ক্ষয়ে
সবররের পথ ধরে
সয়ে গেছি মুখ বুঁজে-
শেষমেশ পারি নাই!


চাই নি তো ভুল কিছু
অযথাই তোমার পিছু-
ধরি নাই!


হয়েছে যা ভুলচুক
করতে তা মানসুখ
এক হওয়া চাই!


ক্যানো বলো
ভুলে যেতে
আসি নি তো
ভুলে যেতে!


যদি বলো
ভুলে যেতে
ক্যান এলে
মাঝ পথে–
ভাবো নাই?


বলেছিলে,
অনুভূতি ভুল ছিলো
ধর্মটা মূল ছিলো
পরিবারও তা!


এতো কথা আগে বুঝি
মনে ছিলো না!!!


এই মন আর কভু স্থিরতা যে পায় না !

ভুলটাকে ফুল করা আর বুঝি যায় না?


ভুল বলে দূরে যাওয়া -
বুক ভরা ব্যথা দেওয়া
এটাই কি শুদ্ধ?


ভুলটাকে ফুল করা
প্রীতিটাকে মূল করা
ক্যান করো রুদ্ধ?


বিঃদ্রঃ এখানে অনেক মানুষের মনের কথাগুলো কাব্যাকারে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এমন প্রশ্ন সকলকে নিয়েই করা হয়। কখনো যদি হেরে যাই আমরা। হোক তা ভন্ডামিকারীদের, কিংবা ভালোদেরও! তাই আমার কথা হলো, পরিবার আর ধর্মের বাঁধা জেনেও চাই না আর কেউ স্বপ্ন দেখুক, কিংবা স্বপ্ন দেখাক। সব জেনেও যদি ভুল হয়ে যায়, তা জেনো পূর্ণতা পায়। সেটাই কামনা। সকলের কাছে। আর আমরা সকলেই যেনো সচেতন থাকি -এমন কারো কাছে যেনো না জড়িয়ে যাই, মন না দিয়ে দিই - যার দ্বারা ভুলটাকে ফুল করা সত্যিই কষ্টকর। হোক সামাজিক, সাংগঠনিক কিংবা পারিবারিক অবস্থানের জন্যে...)


||ভুলটাকে ফুল করো!||
~রেদওয়ান রাওয়াহা

পঠিত : ৬১৯ বার

মন্তব্য: ০