Alapon

বিশ্বায়নের যুগে ইসলাম উম্মাহ এবং সভ্যতা



মুসলিম হিসেবে আমাদের সাময়িক পতনের সময়কাল দিন দিন যত যাচ্ছে ততই উত্তরনের পথ দীর্ঘয়িত হচ্ছে। আর দীর্ঘায়িত হবার ফলেই দিনকে দিন হতাশাও জেকে বসেছে। এর অন্যতম কারন হলো আমাদের ইতিহাস বিমুখতা। ইতিহাস যতটুকুই জানি সেটুকুতে হাজারো সীমাবদ্ধতায় ঘিরে আছে। আমরা ঘুরে দাড়ানোর ইতিহাস বা সংকটকালীন সময়ের ইতিহাস খুবই কম জানি। যে ইতিহাসের কোলে আশ্রয় নিয়ে পরম আত্মতৃপ্তি অনুভব করি সেটা হলো অতীত গৌরবউজ্জলসমূহের চম্বুক অংশ নিয়ে।

মুসলিম হিসেবে আমাদের কর্তব্য হলো, মানবতার ভবিষ্যৎ নিয়ে কথা বলা। পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা বর্তমানের প্রয়োজনীয়তা আর ভবিষ্যৎ চাহিদার আলোকে নিজেদেন বয়ান তৈরী করে আপতিত পতন কালের অমানিশা কাটিয়ে খুব শীঘ্রই মানবতাকে অালোর মুখ দেখানো। মুসলিম উম্মাহর সদস্য হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে আমরা বাধ্য। এই দায়িত্ববোধ থেকেই ভবিষ্যৎ বিনির্মানে আমাদের করনীয় নির্ধারনে প্রফেসর ড. মেহমেদ গরমেজের ছয়টি বক্তৃতার অনুবাদ নিয়েই এই বইটি। আমি মনে করি, বইটি পাঠক মনে ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

পঠিত : ৯৩৩ বার

মন্তব্য: ০