Alapon

সংগীত ও বাদ্য-যন্ত্র নিয়ে মাওলানা মওদূদী রহঃ




এক যুবকের প্রশ্নঃ-মাওলানা! সংগীত ও বাদ্যযন্ত্র নিয়ে ইসলামের হুকুম কি?

মাওলানার উত্তরঃ-আল্লাহর নবী সা. বলেন,সংগীত ও বাদ্যযন্ত্র উৎখাত করার জন্যে তাঁকে পাঠানো হয়েছে।

যুবকটি এবার কয়েকজন বুজর্গানে দ্বীনের নাম করে বলেন যে,তাঁদের একজন সেতার বাজাতেন।অন্যান্যরাও সংগীতের প্রতি আকৃষ্ট ছিলেন।এ সম্পর্কে কি বলা যেতে পারে?

মাওলানা বলেন,কোনো ব্যক্তির কথা ও কাজকে নবীর কথা ও কাজের মোকাবিলায় পেশ করা যেতে পারে না।

এবার আমি যদি মাওলানাকে প্রশ্ন করি, মাওলানা!কিছু লোক বলে যে,সংগীত রুহের খোরাক।এ ব্যাপারে কি বলবেন?

মাওলানা বলেন,সংগীত রুহের খোরাক হলে সর্বপ্রথম আম্বিয়ায়ে কেরাম [আ.] এর ব্যবস্থা করতেন।যেহেতু কোনো নবীই সংগীতের কোনো ব্যবস্থা করেননি,অতএব এর দ্বারা প্রমাণিত হয়না যে,সংগীত কখনো রুহের খোরাক হতে পারে।

মাওলানা আরোও বলেন,আধ্যাত্মিক উন্নতির জন্য যেসব জিনিসেরই প্রয়োজন হতে পারে,আল্লাহর শেষ নবী [সা.] তা বলে দিয়েছেন।তারপর আমরা আত্মার খোরাকের জন্য অথবা আধ্যাত্মিক উন্নতির জন্য এদিক ওদিক ছোটাছুটি করবো কেন?

পঠিত : ৪৪৯ বার

মন্তব্য: ০