Alapon

#আল্লামা_ইকবাল_এবং_মানবধর্ম



বাংলা সাহিত্যে নাকি প্রেম আর প্রেম। তাই কৌতূহল বশে অনার্স পড়ার জন্য বাংলা নিলাম। প্রথম বর্ষে পড়তে গিয়ে দেখি জসীম উদ্দীনের লেখা "নকশী কাথার মাঠ"। আবার তার শেষ কভারে বড়ো করে লেখা গ্রাম্য দুই যুবক যুবতীর প্রেম কাহিনী। কিরে সত্যিই তো।
যাক ভালো লাগলো। তারপর বঙ্কিমচন্দ্রের কপালকুন্ডলা হাতে পেলাম। সেটাও তো প্রেম কম নয়।
এরপর পেলাম রবীন্দ্রনাথের চোখের বালি। বাহ্ বেশ তো। হৃদয়ের ভেতর ভোর দুপুরে প্রেমের ঝাপটা এসে নাড়া দিতে লাগলো। কিন্তু কাজী নজরুল ইসলামের
সাম্যবাদী আবার কেন? কিছু দিন পড়ার টের পেলাম-ইহা মানব ধর্ম সম্পর্কে ছাত্রদিগকে জানাইয়া দিবার জন্যে। মানব ধর্ম কী? মানব ধর্ম হলো- মানুষের ধর্ম।ইসলাম হিন্দু বৌদ্ধ,খ্রিস্টান,ইহুদি,শিখ, প্রভৃতি ধর্ম বলতে কিছু নেই। এগুলো মানুষের বিশেষ কল্যাণ সাধন করতে পারে না। বরং প্রকৃত কল্যাণ মানবধর্মে।মানে এর মূল বিষয় মানবতাবাদ। মানুষের মগজ ধোলাইয়ের জন্য এর চেয়ে বড়ো কূটকৌশল আর নেই। এটার মাধ্যমে মূলত সকল ধর্মকে প্রাসঙ্গিক করা হয়, শুধু ইসলামকেই মানবধর্মের নামে ঠেকানোর চেষ্টা করা হয়। একবন্ধু মাঝেমধ্যে বলতো- ধার্মিক হওয়ার পূর্বে মানুষ হওয়া জরুরি। কিরে শালা তুই তো ধর্ম কী জিনিস তাও জানিস না, মানবতাবাদ বা মানবধর্ম কী জিনিস তাও বুঝিস না
তুই এত্ত কথা বলিস কেন? আমাকে বারবার তার এই মানবধর্ম থিম ক্ষেপিয়ে তুলতো।

প্রকৃতপক্ষে মানবধর্মের নামে মূলত সূক্ষ্মভাবে ইসলামের বিরুদ্ধে বিষোদগার করা হয়। মানুষকে নাস্তিক্যবাদের দিকে আহ্বান করা হয়। কিন্তু প্রকৃত মানবধর্মই হচ্ছে ইসলাম। আল্লামা ইকবাল সারা জীবন তার লেখার মধ্যে এই বিষয়টাই ফুটিয়ে তুলেছেন। তার দর্শনের মূল রহস্য হচ্ছে-ইসলামই একমাত্র মানবধর্ম। তিনি ইসলামের ভেতর দিয়েই মানব কল্যাণ সাধনের বিশ্বজনীন দর্শন উপস্থাপন করেছেন। ইসলামকে তিনি প্রকৃতির রীতি হিসেবে বিবৃত করেছেন। বলেছেন-

ইসলাম সে যে প্রকৃতির রীতি
প্রকৃতি খেলাফ করেনি তার,
কাফির লভিল হুর গিলমান
মুসলিম নীতি করিয়া সার।

ইসলাম সকলের ধর্ম,মানবতার ধর্ম,বিশ্বজনীন ধর্ম। একজন কাফির ব্যক্তিও ইসলাম কবুল করার মাধ্যমে জান্নাতের হুর গিলমান লাভ করতে পারে।
কিন্তু আল্লামা ইকবাল যেভাবে ইসলামকে উপস্থাপন করেছেন, আমাদের দেশের আলিমগণ সেভাবে উপস্থাপিত করেন নি। বরং তারা একে সংকীর্ণভাবে প্রদর্শন করেছেন। তাদের বক্তব্য শুনলে যে কোনো শিক্ষিত লোকদের ইসলামকে বাদ দিয়ে তথাকথিত মানবধর্ম গ্রহণই যৌক্তিক হয়ে পড়ে।

কিন্তু আসলে ইসলামই প্রকৃত মানবধর্ম। ইসলামকে ধারণ করা ব্যতীত কেউ প্রকৃত মানুষ হতে পারে না।
এ বিষয়ে আমাদের সজাগ থাকা জরুরি।

_____জি.মোস্তফা/১৮ জানুয়ারি ২০২১

পঠিত : ৪০৬ বার

মন্তব্য: ০