Alapon

কবিতা

কবিতা

কবিতা হলো শিল্প,
যেখানে আবদ্ধ কল্প।
কখনো উড়ে যায় আকাশে,
কখনো আবার নামে পাতালে।
কখনো ঘনকালো মেঘ,
কখনো সূর্যের দোর্দন্ড বেগ।
কখনো সাজে ফকির গরিব,
কখনো অঢেল টাকার মালিক।
প্রেমের রোমাঞ্চে ভরে ওঠে,
আবার প্রিয়ার বিয়োগে ভোগে।
কখনো চৌদ্দ পুরুষের সমাচার,
কখনো আপনের গুণ বিচার।
মাঝে মাঝে বিদ্রোহে ফেটে ওঠে,
কখনো রুগ্নের ন্যায় নেতিয়ে পড়ে।
কবিতা! তুমি মহান!
তুমি কবিকে করেছো বেগবান!
তুমি বিনে কবি দিশেহারা,
তুমি কবির অন্ন দু'বেলা।
কিন্তু! তুমি বেওয়ারিশ!
আজ তুমি কবির সম্পতি,
কাল পাঠক তোমার অধিপতি,
তুমি এক আশ্চর্য জিনিস!

পঠিত : ৩৮৯ বার

মন্তব্য: ০