Alapon

আমার সমাজ

আমার সমাজ

আমি রাশেদ, ক্ষুধার্ত এই সমাজের জন্য
নেই পয়সা তাই পাই না তো অন্ন।
আমি যাই দূরে, হয়ে যাই বন্য
তোমরা মানুষ হও, আমি হই ভিন্ন।

তোমাদের সাথে পথচলা হবে ছিন্ন
খুঁজে পাবে না যখন, হবে হীনমন্য
তোমাদের সমাজের দশা খুবই দৈন্য
কুকুরসম কিংবা তারচেয়ে হন্য।

আসবে তোমরা, খুঁজবে, করে তন্ন-তন্ন
চাও আমাকে, যেনো আমি পণ্য।
আমি ভয় পাই তোমাদের ঐ দাঁত, তীক্ষ্ণ
পিষ্ট হয়ে চাই না, তোমাদের অভ্যর্থনা, উষ্ণ।

কুতাইবা
১৫-০২-২০২১

পঠিত : ৪৯৫ বার

মন্তব্য: ০