Alapon

মায়ের আদর

মায়ের আদর
জাকারিয়া আল হোসাইন

ঘুমিয়ে আছে আলোর পাখি
জাগবে একটু পর
জাগলে পরে জানান দেবে
ঐশীবাণীর স্বর।

উম্মা বলে ডাকবে পাখি
আসবে ছুটে মা
বলবে হেসে মানিক আমার
কান্না করে না।

মিষ্টি মুখে দেবে এঁকে
কপাল জুড়ে চুম
এমন করেই পূর্ণতা পায়
সকল পাখির ঘুম।

আমার মা-ও এমন ছিলো
মনে তো হয় তাই
এখন যখন বুঝ হয়েছে
মা যে আমার নাই।

পঠিত : ৫৭ বার

ads

মন্তব্য: ০