Alapon

আর কবে প্রস্তুত হবো..?!..

মৃত্যু!

একান্ত অনিবার্য এক ঘোরতর সত্য! যা থেকে পালিয়ে বেড়ানো, এড়িয়ে যাওয়া এই নশ্বর দুনিয়ার কোন সৃষ্টির জন্য ই সম্ভব নয়। নিতান্ত ক্ষুদ্র জীব থেকে শুরু করে শ্রেষ্ঠ মাখলুক ‘ইনসান’ অর্থাৎ মানবজাতি প্রত্যেককে ই জীবনের যেকোন একটি সময়ে মৃত্যুর সম্মুখীন হতে হয়। আমরা নিতান্ত গাফেল মাখলুক হওয়ায় দিনের পর দিন ক্ষণস্থায়ী জীবনের পিছনে ছুটে চলছি!! অথচ, দুনিয়া যে আখিরাতের ই শস্যক্ষেত্র তা আমরা বেমালুম ভুলে রয়েছি। আমরা পথ চলছিলাম। পথিমধ্যে বিশ্রাম নেবার জন্য থেমে যদি গন্তব্যের কথা ভুলে গিয়ে হাসিতামাশায় মেতে উঠি, তবে আর গন্তব্যে পৌঁছানো কখনোই হবে না! বিলম্বে পৌঁছানোর সুবাদে উদ্দেশ্য সফল হবে না৷

ক্লাস টিচার প্রত্যেককে জানিয়ে দিলেন, আগামী ১০ দিন তোমাদের পারফরম্যান্স এর উপর ভিত্তি করে এ বছর রেজাল্ট দেয়া হবে। সেটা কেমন? নিয়ম শৃঙ্খলা কে কতোটা পালন করলো, শিষ্টাচার- ইত্যাদি দেখা হবে। এই ঘোষণা শুনে সবচেয়ে অমনোযোগী, উদ্ধতস্বভাব ছেলেটাও এই ১০দিন নিজেকে সংযত রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবে! কেননা, প্রাপ্তি টা বিশাল! সেই তুলনায় কাজ টা নস্যি মাত্র! ঠিক তেমনি আমাদেরকে আল্লাহ দুনিয়ার জীবন টা যাচাই করবার জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলে ই দিয়েছেন, যে আমার বিধান পরিপূর্ণ ভাবে মানবে তার জন্য অনন্তকালীন চিরশান্তির জান্নাত অপেক্ষা করছে!!! অথচ আমরা কতোই না বোকা! সাময়িক সুখ পাবার চিন্তা দ্বারা প্রলুব্ধ হয়ে সব হারাচ্ছি!!

আমাদের নিকটজনদের দুনিয়া থেকে বিদায় নেয়া, আমাদের জন্য একেকটি রিমাইন্ডার! এ ঘটনা গুলো স্মরণ করিয়ে দেয়, আল্লাহর সামনে মুখোমুখি হবার সময় তোমার ও ঘনিয়ে আসছে৷ পাথেয় সংগ্রহের ফুরসত ক্রমশ ফুরিয়ে আসছে! সতর্ক হও! তৈরি করো নিজেকে! রঙমহল না গুছিয়ে সুসজ্জিত করো নিজের আমল, পরিশুদ্ধ করো অন্তর কে! আল্লাহর আরো কাছাকাছি হও!....

খুব যে বেশি সময় নেই আমার! পাপরাশিতে ছেয়ে গেছে অন্তর! এখন ই তো সময়, কালো দাগ গুলোকে ঘষে ঘষে দূর করার। প্রভুর দরবারে রোনাজারি করে আর্জি পেশ করার। পরম আরাধ্য জান্নাত লাভের জন্য কাকুতি মিনতি করবার সে প্রহর টি আসতে যেনো দেরি না হয়ে যায়! পুঁতিগন্ধময়, আজাবে পরিপূর্ণ, ভয়াবহ লেলিহান শিখা দিয়ে ঘেরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে তো নিতে হবে আমার.. আমার যে এখনো অনেক পথ বাকি রয়ে গেছে... রয়ে গেছে কতো অসমাপ্ত কাজ... আল্লাহ যেনো আমাকে নিষ্পাপ, নিষ্কলুষ অবস্থায় তাঁর কাছে হাজির হবার তাওফিক দান করেন।
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেনো হয়.......! আমীন।

। আর কবে প্রস্তুত হবো...?!..।।
~ সাবিহা

পঠিত : ২৫২ বার

মন্তব্য: ০