Alapon

তরুণরা সম্পদ নাকি আবর্জনা


তরুণ-তরুণীরা যখন হেদায়াতের আলোতে অনুপ্রাণিত হয়ে জীবন পরিচালনা করে -- তখন তারা আসলে খুবই স্পেশাল মানুষে পরিণত হয়। তারা সাধারণ কোনো মানুষ নয়। তারাই দুনিয়া পরিবর্তনের দূত। তরুণেরা যখন অনুপ্রাণিত হয়। পক্ষান্তরে, তরুণেরা যদি হেদায়েতের আলোতে অনুপ্রাণিত না হয়, তখন তারা হলো - পৃথিবীর আবর্জনা, মানবতার অপচয়। মানবতার এই আবর্জনাগুলোকে দেখবেন মার্কেট আর শপিং সেন্টারে আড্ডা দিতে। হোয়াটস ইউ ডুইং? চিলিং। এরপর কী করবা? চিলিং মোর। তুমি এখন শুধু এটাই।

কিন্তু, তরুণেরা যখন অনুপ্রাণিত...ও মাই গুডনেস! সেরা সেরা সাহাবাদের অনেকেই ছিলেন তরুণ বয়সের। এই মানুষেরা দুনিয়ার মানচিত্র বদলে দিয়েছিলো। তারা মানুষের চিন্তা পদ্ধতি পরিবর্তন করে দিয়েছিলো। গোটা দুনিয়ার কোটি কোটি মানুষ আজ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তরুন যুবকদের প্রচেষ্টার কারণে। এটা ছোট কোনো বিষয় না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।।

-- নোমান আলী খান

পঠিত : ৪৬০ বার

মন্তব্য: ০