Alapon

বাংলাদেশ নিয়ে কবিতা

আমার বাংলাদেশ
- সালাউদ্দিন কামরান

আমার বাংলা সোনার বাংলা তুমি সবুজ রঙে আঁকা,
সবুজ শ্যামল ছায়ায় ঋতুর সুশ্রী মায়ায় ঘিরে থাকা।
আমার বাংলা ওরা রক্ত দিয়ে কিনে দিলো তোমায়,
জীবন দিয়ে শহিদ হয়ে ওরা তোমার বুকে ঘুমায়।

রোজ সকালে ঘুম ভাঙে আজানেরই শুচি সুরে,
তোমায় দেখে আসি পদ্মা মেঘনা যমুনার তীর ঘুরে।
তোমায় নিয়ে তোমায় ভালোবেসে লিখি কাব্য গান,
আমার ভাষায় কাব্য লিখে জুড়াই আমার প্রাণ।

আমার বাংলা তুমি লক্ষ শহীদেরই রক্তে রঞ্জিত,
তুমি আগুন লাগা বুকে হাজার সপ্নে নিয়ে খচিত।
তোমার বুকে কেন চলছে আজ প্রতিহিংসার খেলা?
তোমার মাঝে চলছে আজ মুক্তিযুদ্ধ ব্যবসার মেলা।

তোমার বাতাসে ধর্ষিতা মায়ের চিৎকার ভেসে আসে,
তোমার স্বাধীনতা নিয়ে হায়নারা খেলছে তামাশে।
রক্ত দিবো আবার তোমার স্বপ্ন হতে দিবো না ছারখার,
মানি না কো স্বৈরাচার ভয় করি না কোনো বাধার।

হায়রে ইতিহাস, হায়রে স্বাধীনতা,হায়রে আমার দেশ,
তুমি আজ চেতনার খেলায় নিঃশেষ,হায়রে বাংলাদেশ।

পঠিত : ৫২৮ বার

মন্তব্য: ০