Alapon

মৃত্যুর জন্য আমি কি প্রস্তুত ? আপনি কি প্রস্তুত?

রাতে বাসায় ফিরতেই রাদিয়া মনি বিরাট কঠিন এক প্রশ্ন করে বসল। বলল, ‘ভাইয়া, মানুষ বেঁচে থাকে কতদিন? আমি কতদিন বেঁচে থাকব?’


তাকে প্রশ্ন করলাম, এই প্রশ্ন কেন! তখন সে তার দাঁত বের করা হাসি দিয়ে বলল, ‘আমি যখন আল্লাহর কাছে চলে যাবো, তখন আল্লাহ আমাকে অনেকগুলো পুরষ্কার দিবে। সেজন্য ভালো কাজও করছি। আর আম্মু বলছে, মানুষ মরে গেলে আল্লাহর কাছে চলে যায়। তাই জানতে চাচ্ছি।’


রাদিয়ার এই প্রশ্ন, মৃত্যু নিয়ে আমাকে আবারো ভাবতে বাধ্য করল। মনে হল, ব্যস্ততার কারণে গত কয়েকদিন মৃত্যুর কথা আমার স্মরনেই আসেনি। মৃত্যুকে পাশ কাটিয়ে কত্তো পরিকল্পনা করলাম। এই বছর তো প্রায় শেষ! আগামী বছর আমাদের পরিকল্পনা কি! কি কি করব আর কি কি করা দরকার।’



এইসব ভাবতে ভাবতে পরের দিন সকালে উঠেই শুনি, খুন! আমি যে রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করি সেই রাস্তায় খুন হয়েছে। ছেলেটা আমারই বয়সী অথবা আমার চেয়ে দু’একবছর ছোট হবে হয়তো। বাসা থেকে বের হবার আগে হয়তো কতো কিছুই পরিকল্পনা করেছিল। কিন্তু বাসা থেকে বের হওয়া মাত্রই মৃত্যু এসে হাজির। ছিনতাইকারীর উছিলায় মালাকাল মউত ছেলেটার জীবন কবজ করল। আর এক নিমিষেই সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে গেল।


আমার মাথায় আজও কিছু পরিকল্পনা ‍ঘুরপাক খাচ্ছে। এই পরিকল্পনা মাথায় নিয়ে ঐ রাস্তা দিয়েই বাসায় যাবো। হতে পারে সেখানে আমারও মালাকাল মউত হাজির হয়ে যাবে। নিমিষের মধ্যে আমার জীবনে নেমে আসবে পৃথিবীর চিরন্তন এবং উপেক্ষিত সত্য ‘মৃত্যু’। এই মৃত্যুর মধ্য দিয়ে আমার জীবনের সমস্ত পরিকল্পনা বাতিল হয়ে যাবে। থেমে যাবে জীবনে চাকা। এখনই হতে পারে মৃত্যু! আমাদের জীবনের সবকিছু নিয়েই পরিকল্পনা আছে। পরিকল্পিত পরিকল্পনা আছে। সেই পরিকল্পনার আলোকে প্রস্তুতিও আছে।


কিন্তু মৃত্যু নিয়ে আমাদের কোন পরিকল্পনা নেই। মৃত্যু নিয়ে পরিকল্পিকত পরিকল্পনা তো দূরের কথা, আমাদের চাল চলনে বলে আমরা কোনদিনই মারাই যাবো না। কেউ কখনো নিজেকে প্রশ্নও করি না,


মৃত্যুর জন্য আমি কি প্রস্তুত ? আপনি কি প্রস্তুত?


পঠিত : ৬৯০ বার

মন্তব্য: ০