Alapon

বাজার সমাচার...



'আনতে বলেছি Dove, আপনি এনেছেন ডাব!'
আমি বাজারের ব্যাগ আর অন্য হাতে একটা কচি ডাব নিয়ে দাঁড়িয়ে আছি। নাহ, ভুলটা কোথায় হল- ধরতে পারছি না।
আমার তাকিয়ে থাকা দেখে রিমু বললো:
- এখনো বুঝতে পারেন নি? বাংলা ডাব নয়, আমি ইংরেজি Dove-এর কথা বলেছি। ডি.. ও.. ভি.. ইইই.. Dove..
- তা বুঝলাম। কিন্তু এই বাজারে ঘুঘু পাবো কোথায়? এখানে মুরগি, কবুতর, কোয়েল.. এসব বিক্রি করে। ঘুঘু পাখি তো বিক্রি করে না।
- ও আল্লা, আমি কার সাথে সংসার করি! Dove একটা সাবানের নাম, এটাও জানে না!
আমি আর কথা বাড়ালাম না।

২.
আমাকে মন খারাপ করে বসে থাকতে দেখে রিমু একটু নরম হল। সম্ভবত মায়া লেগেছে। সে আমার পাশে এসে বসলো।
- আচ্ছা, আপনি এত বোকা কেন?
- আমি কিভাবে বুঝবো তুমি কোন ডাবের কথা বলেছ? কত জায়গা ঘুরে কষ্ট করে তোমার জন্য কচি ডাব নিয়ে এসেছি। আর তুমি.. তোমার কি ডাবের পানি খেতে ইচ্ছে হতে পারে না?
- তা পারে। অবশ্য ডাবের পানি আমিও খুঁজছিলাম একটা কাজে।
- কি কাজে?
- আপনাকে বলবো না। বকা দিবেন।
- থাক তাহলে। আজ আর ঝগড়া করতে চাই না।

৩.
গোসল করে বের হয়েছি। দেখি কাঁচের বাটিতে খুব যত্ন করে ডাবের পানি রাখা। মনটা ভালো হয়ে গেল। ঢক ঢক করে খেয়ে নিলাম।
বাটিখানা রাখতে যাবো। এমন সময় রিমু দরজা দিয়ে ঢুকতে ঢুকতে ছোটখাট একটা চিৎকার দিলো। তার মুখে কী সব মাখানো। আমি ভয়ে ভয়ে তাকালাম।
- আপনি এটা খেয়েছেন?
- হ্যাঁ, খেয়েছি।
- আমি এটা দিয়ে ফেসিয়াল করেছি।
আমার নিষ্পাপ জিজ্ঞাসা: ফেসিয়াল কী?
রিমু চোখ চোখ ছোট ছোট করে তাকালো।
- আপনি ফেসিয়াল কী জানেন না!
- না তো। খুব খারাপ কিছু?
- থাক আর জানতে হবে না। আপনার কপাল ভালো যে ওই পানি দিয়ে পেডিকিউর-মেনিকিউর করি নি।
আমার সরল মন আবার জানতে চাইলো: পেডিকিউর মেনিকিউর কী?

৪.
আজকে বাজারে যাওয়ার আগে রিমু বাজারের লিস্ট বিস্তারিত ভাবে লিখে দিলো:
শিম (মোবাইলের SIM নয় কিন্তু) ১ কেজি
চাল (টিনের চাল নয়, ভাত রান্নার চাল) ৫ কেজি
ফুলকপি (পারলে কিছু ফুলও..) ১টা
সোনালী মুর্গী (Golden কালারের নয়) ১টা
আপেল (Apple ফোন পরে দিলেও চলবে, আপাতত আপেল ফল অনিয়েন) ১ কেজি
আমি পড়ছি আর হাসছি। দোকানদার আমার দিকে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে- 'স্যার কী লাগবো?'

৫.
সব ঠিকঠাক মত কিনেছি। মনটা ফুরফুরে। আজ ঘরে ঢুকার সাথে সাথে বউকে খুশি করে দিবো ভাবছি।
গতকাল আহমাদুল্লাহর একটা প্রশ্নোত্তর দেখেছিলাম। শায়খ বলেছেন: "স্ত্রীকে খুশি করার জন্য নির্দোষ মিথ্যা বলা যায়। যেমন ধরেন, আপনি ঘরে ঢুকে বাতি নিভিয়ে দিলেন। বউকে বললেন- তুমি এত সুন্দর যে রুমে বাতি জ্বালানোর দরকার নেই.."
এটাই করব। যদিও একটু ন্যাকামো হয়ে যাবে, রিমু খুশি হবে। মেয়েরা ন্যাকামো পছন্দ করে।
মাগরিবের সালাত বাজারের মসজিদে পড়েছি। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম...

৬.
ডাইনিং রুমে ঢুকেই বাতি নিভিয়ে দিলাম। এই রুমটা লাইট অফ করলে একেবারে অন্ধকার হয়ে যায়।
রিমু ভয় পেয়ে বলে উঠলো: কে?
আনন্দের আতিশয্যে আমি দ্রুত এগুতে গিয়ে চেয়ারে পা প্যাঁচিয়ে ধপাস করে পড়লাম। বিকট শব্দ হল।
রিমু বাতি জ্বালিয়ে দেখে আমি চিৎপটাং পড়ে আছি। চতুর্দিকে চাল, সব্জি, ফল ছড়িয়ে আছে।
সে অবাক হয়ে বললো: বাতি অফ করলেন কেন?
আমি কোনরকম মাথা তুলে বললাম: তুমি সুন্দর।

- ত্বরিক বিন মুতালিব

পঠিত : ৩০৮ বার

মন্তব্য: ০