Alapon

কোন কবিতা লিখবো আমি

দাও কেউ বলে কোন কবিতা
এখন লিখবো আমি,
কোন খবরটা তোমার নিকট
শোনা অধিক দামী?

আজ কলমে কাব্য রচন
করতে আমি বাধ্য,
ভয় মাড়িয়ে দেহে রাখি
কাব্য লিখার সাধ্য।

এই সমাজের পাটাতনে
লুকায়িত পোকা,
অবিরামই দেয় যে ওরা
আমাদেরই ধোঁকা।

আমাদেরই ঘাড়ে ফেলে
দিনশেষে'তে নিঃশ্বাস,
বোকা হওয়ার ভান ধরেও
করে চলি বিশ্বাস।

কোন কবিতা লিখবো আমি
দাও বলে আজ কেউ,
কাব্যের দেহে কোন ছন্দের-ই
তুলবো আমি ঢেউ?

চক্ষু মেলে তাকালেও
সব যে দেখি ভুলও।
কোন কবিতা লিখবো আমি
পাইনা ভেবে কূলও।

ফিলিস্তিনের কান্না দেখে
ছন্দ রাখি গুনে,
আঁতকে উঠি হঠাৎই ফের
তাদের চিৎকার শুনে।

মায়ানমারে বৌদ্ধরা আজ
রক্তে বানায় নদী,
আজ সিরিয়ার অগ্নিগর্ভ
নিয়ে লিখি যদি?

চলবে......

|| কোন কবিতা লিখবো আমি ||(-১ম পর্ব)
-সালাউদ্দিন কামরান

পঠিত : ৩৩০ বার

মন্তব্য: ০