অব্যক্ত কথামালা
তারিখঃ ৯ এপ্রিল, ২০২১, ০৮:৪৮
❝
কথন অকথনের কাঁথার তলে শত শত সুকথন চাপা পরিয়া ব্যাথিত হৃদে কত করুনভাবে যে কাতরাইতেছে, তা বরাবরের মতো এখনো অকথিতই রহিয়া গিয়াছে! এই চাপা পরা কথন অকথনের কথামালা দিয়া এক সুদীর্ঘ কথোপকথন তৈরী সম্ভব!❞
✅
লোখাটা অনেক আগে লিখেছিলাম। এখন দেখছি সময়ের সাথে কাকতালীয়ভাবে হুবহু মিলে যাচ্ছে!
✍️
শামীম,
✉️
[email protected]
২০।১২।২০ ইং,

মন্তব্য: ০