Alapon

সময় কথন

ইংরেজ কবি জিওফ্রে চসার বলেছেন, "সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না।" এটা একটা চিরন্তন সত্য বানী। আর এই বিষয়টাও কবি সময়ের আবর্তেই বুঝতে পারছিলেন।
সময় জিনিসটা বড়'ই অদ্ভূত! এই সময় আমাদের সাথে একেক সময় একেক ধরনের আচরন করে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমরা একে একেক সময় একেকভাবে দেখে থাকি। যেমন, বাস্তব সময়ের সাথে যখন আমাদের সময়ের গড়মিল চলে তখন আমরা এটাকে দুঃসময় বলি। আবার যদি এর উল্টাটা চিন্তা করা হয়? বাস্তব সময়ের সাথে যখন আমাদের সময় খাপে খাপ মিলে যায় তখন সে সময়কেই আমরা সুসময় বলি। আবার ধরুন, যেই সময়ে যেটা হবার কথা না, ঠিক সেই সময় সেটা হলে আমরা একে বলি অসময়

ইতিহাস সাক্ষী, যারাই সময়ের সদ্ব্যবহারের প্রতি সবসময় সচেতন ছিল তারাই সফলতার শীর্ষে পদার্পণ করতে পেরেছে। আর আমরাও সময়ের সাথে সাথে তাদেরকে সবসময়ই স্বরনে রেখেছি। আর এ সবকিছুই সময়ের সদ্ব্যবহারের সাথে সম্পৃক্ত।

সময় গেলে সাধন হবে না।
-লালন সাঁই ঝি,

শামীম,
১৭/১২/২০ইং,

পঠিত : ৪৪৬ বার

মন্তব্য: ০