Alapon

ছোট্ট ব্রেণের ক্ষুদ্র ভাবনা



বড় মানুষের চিন্তা ধারা কথা বার্তা চিন্তা চেতনা একটু মহৎ হতে হয়। ত্যাগের মানসিকতা থাকতে হয়। এটায় শিখে এসেছি পরিবার থেকে। আর এজন্যই পরিবারকে বলা হয় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান।

পরিবারের বড় সন্তান, এলাকার মুরব্বি, সমাজ বা দলের নেতা ইত্যাদি একটু ছাড় দেওয়ার মন-মানসিকতা থাকে হয়।

যাক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি আমি কি করছি কি বলছি এটা কিন্তু সমাজের মানুষ ফলো করছে। এরচেয়েও বড়ো কথা হলো রব্বুল আলামীন প্রত্যেক কাজ ও কথার যাররা পরিমানেরও হিসেব নিবেন।

হাদিসে পড়েছিলাম (সম্ভবত বুখারী মুসলিমে) আমলের দ্বারা কেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদি আল্লাহ তায়ালা ক্ষমা না করেন।

আর কারও সম্পর্কে আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।

আমার চলার পথে যতোগুলো ভদ্রলোক দেখেছি, উনারা কখনোই কাওকে আঘাত করে কথা বলেন না। এবং ভদ্রমানুষের দৃষ্টি ভঙ্গি সবসময় সাধারণ মানুষের থেকে অনেক অনেক উন্নত।

আর যারা ভালো মানুষ তারা কখনই নিজেদেরকে ভালো মানুষ দাবি করে না।

ইতিহাস এটা বলে, যারা হক পথের আলেম তাঁরা সর্বদা কণ্টকাকীর্ণ পথের পথিক ছিলেন। এমন অনেক ইমামের নাম বলা যায়।

মুরগী পলাও খাওয়া আলেম ইতিহাসে বিরল। নাম জানা থাকলে কমেন্ট এ জানিয়েন...

আল্লাহ তায়ালা আমাদের সকলকে সরল পথে চলার তাওফিক দিন। ভুলবোঝাবুঝি দূর করুণ।

আমিন

পঠিত : ৩৭২ বার

মন্তব্য: ০