Alapon

চলচ্চিত্র একটি সমাজের দর্পন

একটা ক্লাসে স্যার বলেছিলেন শেখার ৪ টি মাধ্যম।
♦বই পড়া
♦আলোচনা শোনা
♦ছবি দেখা (ভিডিও দেখা)
এবং ♦হাতে কলমে শেখা

হাতে কলমে শেখার সুযোগ সবচেয়ে কম। বর্তমান যুগে ছবি(ভিডিও) দেখে শেখার সুযোগ সবচেয়ে বেশি। কিন্তু আমরা তেমন মানসম্পন্ন ভিডিও বা ছবি থেকে একে বারেই বঞ্চিত।

সচারাচর যে সিনেমা নির্মাণ হয় তা আমাদের সাংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক অথবা মাক্সিমাম সিনেমাতে শুধু মাত্র ইসলামকে অবমাননা করা হয়। অথবা ইসলামের ভূল আদর্শ উপস্থাপন করা হয়। যার ফলে আমাদের নতুন প্রজন্ম ইতিহাস ও ইসলাম সম্পর্কে ভূল ধারণা নিয়ে বেড়ে ওঠছে।

বর্তমান কালে যেসব দেশ ইতিহাস ও ইসলাম নির্ভর সিনেমা নির্মাণ করছে তার মধ্যে তুরস্ক সবার উপরে এরপর আছে ইরান।

বাংলাদেশে অল্পো কিছু ভালো সিনেমা আছে। তার মধ্যে দূরবীন একটি।

পঠিত : ১২৩৮ বার

মন্তব্য: ০