Alapon

রক্তাক্ত আকসা

কবিতা: রক্তাক্ত আকসা
-সালাউদ্দিন কামরান

প্রতিশোধের নেশায় আমার রক্তে আগুন জ্বলে।
আকসাতে ঐ হামলা দেখে যায় যে হৃদয় গলে।
বুলেট বৃষ্টির আঘাতে আজ বাড়ছে লাশের সারি,
আমার ভাইয়ের কান্নাতে হায় হচ্ছে আকাশ ভারী।

কীভাবে আজ সইবো আমি জমানো এই পীড়া?
প্রতিশোধের নেশায় ব্যাকুল শিরা উপ-শিরা।
ফিলিস্তিনের বাতাসে আজ তাজা রক্তের গন্ধ,
রক্ত রক্ত খেলায় চলছে হক বাতিলের দ্বন্দ্ব।

হায়নার ক্ষুধা মিটে না তো সারি সারি লাশে,
নারী শিশু বুড়োর রক্তে আপন আকসা ভাসে।
বুলেট বোমার আঘাতে আজ শান্তিতে যে নেই কেউ।
আকসার প্রাঙ্গণ জুড়ে যেনো আহাজারির আজ ঢেউ।

জালিমেরা আনন্দ নেয় তাজা রক্তের ঘ্রাণে,
বোমা মেরে নবজাতক মেরে ফেলে প্রাণে।
নামাজেতে বসে থাকা মুমিন গায়ে আঘাত,
দিন দুপুরে হামলা করে রক্ত খেকো ডাকাত।

১৩-৫-২০২১ || সময় ৩.৩০টা

পঠিত : ৩৮৭ বার

মন্তব্য: ০