Alapon

❝ন্যাশনালিজমের কুপ্রভাব❞

রাসূল সাঃ এরশাদ করেন,

“ জামাআ হল রহমত আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব।”

-যাওয়াইদুল মুসনাদ, হাদীস : ১৮৪৪৯, ১৯৩৫০; কিতাবুস সুন্নাহ, ইবনু আবী আসিম, হাদীস : ৯৩

উম্মাহর এই বিচ্ছিন্নতা, তাদের পারস্পরিক দূরত্ব, একে অপরের বিপদে এগিয়ে না আসা- এ সবকিছুর পেছনে একটি কারণ ই বড় আকারে কাজ করছে। তা হলো জাতীয়তাবাদ। পাশ্চাত্য প্রবর্তিত ন্যাশনালিজম এর বিষ মুসলিম উম্মাহর একতা কে প্রায় অনেকটা ই ধ্বংস করে ফেলতে সম্ভব হয়েছে। এই আইডিওলজিতে বিশ্বাসী একজন রাষ্ট্রপ্রধান কিংবা একজন সাধারণ নাগরিক, যদি Aggressive nationalist বা হিংসুক জাতীয়তাবাদী না ও হয়ে থাকেন, তবুও তিনি চাইবেন যেকোন ক্ষেত্রে; হোক তা ইকোনমিক, সোশ্যাল, আইন সংক্রান্ত- সর্বক্ষেত্রে সে চাইবে তার নিজ জাতিকে যত সম্ভব বেশি সুযোগ সুবিধা পাইয়ে দিতে। জাতির স্বার্থ ই তখন তার কাছে মুখ্য হয়ে পড়ে। ফলশ্রুতিতে, উম্মাহর জন্য বৃহৎ পরিসরে চিন্তাভাবনা করবার মতো প্রয়াস তার হয়ে ওঠে না।

তাওহীদপন্থী উম্মাহর পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। আর এ নেয়ামত হাসিল হবে সর্বপ্রকার ‘আসাবিয়াত’ বা জাতীয়তাবাদ থেকে মুক্ত হয়ে শুধু এবং শুধু ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ এবং ইসলামী বিধিবিধানের আনুগত্যের দ্বারা।


। ন্যাশনালিজমের কুপ্রভাব ।
~ রাত ১১ঃ৪৮
২১ মে, ২০২১

পঠিত : ২৮১ বার

মন্তব্য: ০