Alapon

মুক্তি



১।

মুক্তির শ্লোগানের উন্মত্ততা
হাজার বছরের পুরনো রাস্তায়

২।

মুক্তি শরৎের শুভ্র আকাশ
সাদা মেঘের ভেলা
বন্দি পায়রার ডানা ঝাপটানো আকাশ

৩।

সমুদ্রের গর্জন হার মানে
নিপীড়িত মানুষের শ্লোগানে
অমাবস্যার আঁধার কেটে যায়
তিতুর সঙ্গী দের শহীদানে

৪।

লহু প্রবাহে ভয়ে মরে
কাপুরুষ যত হীনবল
শহীদের সাথীরা লড়ে যায় অবিচল

৫।

বিপ্লবের প্রাচীন রাজপথ
রঙিন হয়ে উঠে
মুক্তির সূর্য উদয়ের লগ্নে

৬।

মুক্তির শ্লোগানে উন্মাদ
সাথীদের সংগ্রামে একদিন
ইতিহাস বদলায়
লাল লহুতে লেখা হয়
সত্যের পয়গাম।

পঠিত : ৩২৫ বার

মন্তব্য: ০