Alapon

আলো




সূর্য উঠেছে
পাহাড়ের উপরে মেঘ এখনও আছে

বাতাস বইছে
এই বুঝি এলো ঝড়

দূরে একদল মুসাফির
বাতাস বেধ করে এগিয়ে আসছে

অন্ধকার থেকে
আলোর সন্ধানে

ঐ দূর থেকে মুয়াজ্জিনের ধ্বনি ভেসে আসে
কল্যানের দিকে এসো!

বৃষ্টি পড়ছে শব্দ করে
কেউ মহান রবের নাম জপ করছে

ভাঙা চশমা
হাসি অমলীন

প্রতি মিনিটে
ঝড়ের বেগ বাড়ছে

মানুষ ছুটচ্ছে
দূরে দাড়িয়ে

এক অজানা
অদেখা সুখের সন্ধানে
এক বুক আশা নিয়ে

আলোর জাহাজের
কিংবা অত্যাচারীর চাবুকের

আমরা পারাপার করছি সীমানা
আলোর সন্ধানে

খোদাভীরু মুসাফিরের দলের
কিংবা জ্যাতিময় আলোর

পঠিত : ৩০২ বার

মন্তব্য: ০