Alapon

ইসলামের বড় শত্রু ইহুদি নাকি আপনি?




ছবিটিতে, নামজে কেউ ইমামকে অনুসরণ করে আর কেউ করছে না।
এটা ঐ বক্তির লজিকের উত্তর, যে বলেছিল--
'ভাই! দ্বীনের বিষয়গুলো একাকি চেষ্টা করে শিখ।'

#remember
ইসলাম একটি মানবধর্মী-বাস্তাব-যুগোপযোগী-সামাজিক ধর্ম, যা সবাইকে শান্তি দিতে পারে।

একটু ভাববেন দয়া করে,
আল্লাহ তায়ালা আমাদের যে কাজ গুলো করার জন্য আদেশ করেছেন সেগুলো হলো ব্যক্তি কেন্দ্রিক--নামাজ কায়েম করা, হালাল খাওয়া, রোযা রাখা.....ইত্যাদি।

আর যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলোর সব কটাই সমাজের গরিব-অসহায়-এতিম-মিসকিন ও হিন্দু-খ্রিস্টান-ইহুদি-বৌদ্ধ সকলের জন্য উপকারী--সুদ খেওনা, ব্যবিচারের কাছেও যেওনা, কারো উপর অবিচার করো না, মানুষদেরকে হত্যা করো না......ইত্যাদি।

আফসোস, আমরা আদেশগুলো মেনে চলার চেষ্টা করি ও অন্যদেরকে করা জন্য বলি। কিন্তু নিষেদগুলো না নিজেরা মেনে চলি--না অন্যকে মানার জন্য বলি। এই সকল লোকদের জন্য সূরা বাকারার ৮৫ নং আয়াত ওসিয়ত রইলো।


ফলাফল,
বিধর্মীরা ও অল্প শিক্ষিত মুসলিমরা কেউ ইসলামের মজা পায় না। ইসলাম গ্রহণ করতে চায় না।

পঠিত : ৪২১ বার

মন্তব্য: ০