Alapon

বৃষ্টি ভেজা জ্যোৎস্না



বৃষ্টি ভেজা জ্যোৎস্নাময় আকাশ
চিরায়ত অন্ধকার ঘর দীর্ঘশ্বাসে ভারী

হাতড়ে বেড়ায় সুখ স্মৃতি
প্রিয় কোন অসুখ
মৃতপ্রায় প্রানে বিঁধায়
বেদনার আলপিন
বিষন্ন এই প্রহরে।

মাঝরাতে দুরন্ত বাতাস লন্ডভন্ড জানালার কপাট
দূরে ভেসে আসে রাতপাখি,ঝিঝি আর শেয়ালের ডাক!

মস্তিষ্কে জেগে উঠে পুরোনো বিষাদ
নোনা জলে অজান্তেই ভেসে যায় গাল
দীর্ঘশ্বাসের ঘরে বিষন্নতায়
স্তব্ধ বাক নির্বাক চাহনি
কেটে যায় সহস্র রাত।

বেঁচে থাকার আহবানে
মুয়াজ্জীন হাকে ফজরের ডাক
রাত্রি গুলো এমনি করে হয় ভোর।

বৃষ্টি ভেজা জ্যোৎস্নাময় আকাশ
যেন চিরায়ত মৃত্যুর রাত্রীবাস।

পঠিত : ৯৫৫ বার

মন্তব্য: ০