Alapon

একটি দুঃখের কবিতা

দুঃখের কোন রং নেই
দুঃখ কিছু মানিয়ে নিই

দুঃখ থেকে পালিয়ে বেড়াই
দুঃখের এত রূপ নেই;
ব্যাস্ততা আর নতুন মুখের ভিড়ে
ঘুমন্ত ভলকানো হয়ে রয়!

দুঃখবোধ বিষন্নতা,
চোখ বুজলেই নিরুদ্দেশ
অনুভূতির ব্যবচ্ছেদ;

আরো কিছু দুঃখ আছে
গ্রাস করে হৃদয়ের দুয়ার
ভেঙে চুরে চুরমার
চাইলেই পালানো যায়না,
গাইডেড বুলেটের মত
ছিন্নভিন্ন করে মনের দুকূল।

এইসব দুঃখবোধ
বিরহের কবিতা
বিষন্ন কোন দুপুর
নিঃসঙ্গতা,
আর কিছু যন্ত্রনা।

হৃদয়ের উষ্ণতায়
প্রবল সাইক্লোন টর্নেডো জলোচ্ছ্বাস;
দম বন্ধ হয়ে আসে,
পাগল করে তোলে

তখন একটুখানি শ্বাসের প্রয়োজনে
প্রিয় কোন মুখের মায়ায়
শেষট্রেনে ফিরি বাড়ি।

আরো কিছুদিন,কয়েক বছর
প্রিয়দের মায়ায়
মৃত হয়ে বেঁচে রই।

পঠিত : ৪৭৩ বার

মন্তব্য: ০