Alapon

বিশ্বায়নের যুগে ইসলাম, উম্মাহ এবং সভ্যতা



প্রফেসর ডঃ মেহমেদ গরমেজ তুরস্কের খ্যাতিমান ইসলামী স্কলার। তিনি একজন উসূলবিদ, মুতাফাক্কির এবং মুহাদ্দিস। ইতিমধ্যেই তার উসূল বিষয়ক আলোচনা সমূহকে নিয়ে ' ইসলামী জ্ঞানে উসূলের ধারা' নামক একটি বই বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে।
এই বইটি যারাই পড়েছেন তারাই উস্তাজের চিন্তা দ্বারা ব্যাপক প্রভাবিত হয়েছেন এবং উস্তাজের লেখা বই, প্রবন্ধ ও বক্তৃতাকে বাংলা ভাষায় প্রকাশ করার জন্য আমাদের কাছে অনুরোধ করেছেন।
আমরা পাঠকদের এই দাবীকে সামনে রেখে ও উস্তাজের বিশ্বজনীন ও যুগোপযোগী চিন্তা সমূহকে বাংলা ভাষাভাষী মানুষদের কাছে তুলে ধরার জন্য ইতিমধ্যেই বইটি প্রস্তুত করতে পেরেছি বলে মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।
এই বইয়ে স্থান পেয়েছে উস্তাজের পাঁচটি প্রবন্ধ যেখানে তিনি এই আধুনিক যুগে ইসলাম, উম্মাহ এবং সভ্যতা নিয়ে আলোচনা করেছেন। তুলে ধরেছেন মুসলিম উম্মাহর সার্বিক অবস্থা, মুসলমানদের করনীয় এবং ইসলামী সভ্যতার ভবিষ্যৎ নিয়ে।
আশা করি এই বইটি পাঠকদেরকে এক নবচেতনা এনে দিবে এবং নতুন করে ভাবতে শেখাবে।
মক্তব প্রকাশন এর কৃতজ্ঞতা জানাই এই করোনা পরিস্থিতির মধ্যেও বইটিকে প্রকাশ করার উদ্যোগ নেওয়ার জন্য।

পঠিত : ৩৯৪ বার

মন্তব্য: ০