Alapon

বুক রিভিউঃ নবিনামা

বুক রিভিউঃ
এটা একটি ব্যতিক্রম লেখা
বই : নবিনামা
কবি : সায়ীদ আবুবকর
প্রচ্ছদ : ফরিদ নুমান
প্রকাশক: সরলরেখা প্রকাশনা সংস্থা

নব্বইয়ের দশকের প্রধান কবি সায়ীদ আবুবকর ১৯৭২ সালের ২১শে সেপ্টেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রণয়ের প্রথম পাপ ' প্রকাশিত হয় ১৯৯৬ সালে, যা তাঁকে মৌলিক শক্তিশালী কবিরুপে প্রতিষ্ঠিত করে। তাঁর প্রকাশিত
কাব্যগ্রন্থের সংখ্যা ১৪,যার মধ্যে মহাকাব্য দুটি; 'মুজিবনামা' ও 'নবিনামা '। প্রতিটি কাব্যগ্রন্থেই তাঁর নিজস্ব কাব্য ভাষা ও নতুন নতুন বাঁক বাংলা কবিতাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তিনি বিশিষ্ট অনুবাদকও বটে। তিনি কবি আল মাহমুদের 'সোনালী কাবিন ' ও কবি নজরুল ইসলামের 'সাম্যবাদী' ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। পোয়েমহান্টারের জরিপে তিনি বিশ্বের শীর্ষ ৫০০ কবির একজন। সাহিত্য কীর্তির স্বীকৃত স্বরূপ তিনি পেয়েছেন লালন পদক ২০০৯ , উৎসঙ্গ সাহিত্য সম্মাননা ২০১২, সৈয়দ আলী আহসান পদক২০১৭,রক পেবলস ইন্টারন্যাশনাল লিটারেরি এওয়ার্ড ২০১৭, দেশজ সাহিত্য পদক২০১৮ প্রভৃতি।

বইটির পৃষ্ঠা সংখ্যা ৫৭৫ এবং বইটির গায়ে লিখিত মূল্য ১০০০/- ।

বইটি পেতে যোগাযোগ করুন
√ সরলরেখা শোরুম
√ রকমারি ডটকম
√ ০১৮৫৩ ৭০৫৬৩৮ অথবা ০১৭১৬ ৪৭৭ ৬০০
√ এছাড়াও অভিজাত বইবিক্রয় আউটলেটসমূহ


চিত্রঃ কবি সায়ীদ আবুবকর
কপিপোষ্ট

পঠিত : ৫৯৯ বার

মন্তব্য: ০