Alapon

গুম হলেন আবু ত্বহা মুহাম্মদ আদনান



একদিন চুরি করে ঘোমটা পরে সেজে থাকা মাদখালী জাকারিয়া হুজুরের একটি ভিডিও ইউটিউবে দেখলাম। সেটার শিরোনাম ছিল এরকম, 'আবু ত্বহা আদনান থেকে জ্ঞান নেওয়া যাবে কিনা?’

জাকারিয়া আগে থেকেই এই টাইপের ভিডিও বানায়। তার আগেও নুমান আলী খান, ইয়াসির কাদিসহ অনেক দায়ি ও বক্তাদের বিরুদ্ধে এই টাইপের ভিডিও বানিয়েছে। তার বক্তব্য হলো এদের আকিদা ঠিক নাই তাই তারা ভালো কথা বললেও তাদের কথা শোনা যাবে না।

যাই হোক চোরা জাকারিয়ার ঐ ভিডিও দেখার পর আমি প্রথম আবু ত্বহা ভাইয়ের নাম শুনেছি। এরপর ইউটিউব ও ফেসবুকে সার্চ দিয়ে প্রচুর ভিডিও শুনেছি ওনার। মুসলিমদের বিবেক জাগ্রত করতে ওনার প্রচুর পেরেশানী ছিল। আমি একটি ভিডিও পাইনি যেখানে তিনি দলাদলি করেছেন বা অমুক খারাপ তমুক খারাপ বলে কথা বলতে।

মসজিদের মিম্বারে দাঁড়িয়ে সমসাময়িক রাজনীতি ও বিশ্বব্যবস্থা নিয়ে ওনার নিজস্ব এনালাইসিসগুলো দারুণ ছিল। সব বক্তব্যের সাথে একমত না হলেও ওনার পান্ডিত্যের প্রতি শ্রদ্ধা পোষণ করেছি।

গতকাল জানলাম আবু ত্বহা আদনান ভাই তার দুই সহযোগীসহ নিঁখোজ। গুম হয়ে গেছেন। ওনার যে বক্তব্যের যে ধারা তাতে ইহুদী ও মুশরিকবান্ধব হাসিনা তাকে গুম করার কথা আরো আগেই।

আল্লাহ তায়ালা তাঁকে রক্ষা করুন। হিফাজত করুন। দ্বীনের দায়ি হিসেবে আরো শক্তিশালী ঈমান নিয়ে ফিরে আসার তাওফিক দান করুন।

পঠিত : ৭২৯ বার

মন্তব্য: ০