পলাশী থেকে বাংলাদেশ
তারিখঃ ২৩ জুন, ২০২১, ১৬:১২
আম্রকাননের আঁধার নেমেছে
আজ সারা বাংলায়
উড়িষ্যা বিহারের পরিণতি
মেনে নিয়ে ঘোর নিদ্রায়
শহীদ মালেকের সাথীসব
হারিয়েছে সাথী কত
মালেক থেকে আবরার
আধেক সত্য - উত্তর সত্যে
প্রজন্ম আজ বিভ্রান্ত
লুট হয়েছে ইতিহাস
পতাকা - যুগের মীরজাফরে
শহীদ মালেকের সাথীরা
উঠো শ্লোগান তোল
জাগাও প্রজন্ম
সে বিপ্লবী শ্লোগান
যা বদর থেকে বাংলায়
পথে প্রান্তরে থেমে-থেমে গর্জে উঠে
যে শ্লোগানের প্রেমে
ঝরে গেল দুইশত চৌত্রিশ ফুল
সেই শ্লোগান,যার ভালোবাসায়
হাসিমুখে ফাঁসির কাষ্টে
যুগের মুয়াজ্জিন
আন্দোলনের সাথীরা
জেগে উঠো ঘোষণা করো
নয়া ইনকিলাব
'আর নয় কোন পলাশী'
তোল তাকবীর,আল্লাহু আকবর
শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত হোক
বাংলাদেশ জিন্দাবাদ

মন্তব্য: ০