কবি সায়ীদ আবুবকর
তারিখঃ ৯ জুলাই, ২০২১, ২৩:১১

সমসাময়িক সময়ে দেশের অন্যতম প্রধান কবি,
কবি সায়ীদ আবুবকর ।
যিনি একাধারে লিখে চলেছেন, আধুনিক কবিতা, ছড়া, মহাকাব্য, গ্রন্থ সমালোচনা পাশাপাশি আছে অনুবাদ সাহিত্যেও তার অসামান্য অবদান, কবি আল মাহমুদ ও মাইকেল মধুসূদন দত্তের কবিতা তিনি অনুবাদ করেছেন।
তাঁর সাহিত্য কর্ম স্থান করে নিয়েছে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে।
নব্বইয়ের দশকের প্রধান কবি সায়ীদ আবুবকর ১৯৭২ সালের ২১শে সেপ্টেম্বর যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রণয়ের প্রথম পাপ ' প্রকাশিত হয় ১৯৯৬ সালে, যা তাঁকে মৌলিক শক্তিশালী কবিরুপে প্রতিষ্ঠিত করে। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৪,যার মধ্যে মহাকাব্য দুটি; 'মুজিবনামা' ও 'নবিনামা '। প্রতিটি কাব্যগ্রন্থেই তাঁর নিজস্ব কাব্য ভাষা ও নতুন নতুন বাঁক বাংলা কবিতাকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। পোয়েমহান্টারের জরিপে তিনি বিশ্বের শীর্ষ ৫০০ কবির একজন। সাহিত্য কীর্তির স্বীকৃত স্বরূপ তিনি পেয়েছেন লালন পদক ২০০৯ , উৎসঙ্গ সাহিত্য সম্মাননা ২০১২, সৈয়দ আলী আহসান পদক২০১৭,রক পেবলস ইন্টারন্যাশনাল লিটারেরি এওয়ার্ড ২০১৭, দেশজ সাহিত্য পদক২০১৮ প্রভৃতি।

মন্তব্য: ০