Alapon

ফেরাউনের পাসপোর্ট

ফেরাউনের মৃতদেহ সংরক্ষণ নিয়ে আধুনিক যুগে মিসরের সরকারকে যথেষ্ট ঝামেলা পোহাতে হয়েছে। রামসিসের মমিতে ব্যাকটেরিয়া ধরে পঁচে যেতে শুরু করেছে। তখন জাদুঘর কর্তৃপক্ষ তা পুনরুদ্ধারের চেষ্টা করতে থাকে। সে সময় পৃথিবীতে মমি পূনরুদ্ধারের একমাত্র ব্যবসা ছিলে ফ্রান্সে। দেশটির নিয়মানুযায়ী জীবিত কিংবা মৃত যেকোন ব্যক্তি প্রবেশ করতে চাইলে অবশ্যই তার বৈধ্য পাসপোর্ট থাকতে হবে। যেহেতু রামসিসের মমি টিকিয়ে রাখতে হলে তাকে ফ্রান্সে নিয়ে যেতেই হবে। বাধ্য হয়ে মিসরীয় কর্তৃপক্ষ ৩ হাজার বছর আগের মৃত ফেরাউনের নামে পাসপোর্ট করেন। ফেরাউনের পাসপোর্ট বানানো হয় ১৯৭৪ সালে। পাসপোর্ট রামসিসে জন্ম তারিখ দেওয়া আছে খ্রিষ্টপূর্ব ৩০৩ সাল এবং পেশা হিসেবে দেওয়া হয় রাজা (মৃত)।

পঠিত : ৩৭০ বার

মন্তব্য: ০