Alapon

ইন্তিফাদা

মহামারী হাহাকার দিগ দিগন্তে
খেটে খাওয়া মানুষের ক্রন্দন
শ্রমিকের শরীর পুড়ে ভস্ম,
জীবনের মূল্য হাজার টাকা

বন্যা দুর্ভিক্ষের পূর্বাবাস
বিদ্রোহের আগুনে অন্তর ছাই,
তবু নিঃশব্দ দুর্বল বিপ্লবী

রাত গভীর হয়
অধিকার আদায়ের স্বপ্ন,
নিকষ কালো আঁধারে হারায়
অধিকার হীন মানুষের নিঃশব্দ
কথাগুলো ছন্দে সাজাই
কেঁপে উঠে হৃদয়;

এই বুঝি কড়া নড়লো
ঠক ঠক ঠক
কালো বাহনে তুলে নিলো,
স্বৈরাচারীর পোষ্য বাহিনী

তবুও এইটুকুই সম্বল
ঘুমন্ত জাতির জেগে উঠার এলহান
যদি কখনো ঘুম ভাঙে;

শত বিনিদ্র রাত
বেঘোরের ঘুম ভাঙাতে
জানি ইতিহাস মনে রাখবেনা
তার কাছে কোন দাবীও নেই।

কিন্তু তবুও বলে যাবো
বঞ্চিত মানুষের কথা
মধ্য রাত্রের অন্ধকারে
তোমাদের নিঃশব্দ তন্দ্রায়
একদিন নিশ্চয়ই সত্যের জয় হবে;

ইতিহাস মনে না-রাখুক
চেতনার আবেদনে
সত্যের বানী বলে যাব
বারবার শতবার।

যে কথা মিছিলে শ্লোগান হওয়ার
সে আজ কবিতায়
কিন্তু তোমরা এখনো ঘোর-নিদ্রায়
জেনে রেখো একদিন,

দেশলাইয়ের মত হাজার
দুর্বল বিপ্লবী অবিভক্ত বিষ্পোরিত হবে
সেদিন জনতার চূড়ান্ত বিজয় হবে

দলে দলে লোকেরা
সেদিন আমাদের সাথী হবে
'এইতো রবের ওয়াদা'

আমরা বেঁচে আছি সেদিনের অপেক্ষায়
জানি তবুও তোমরা ঘুমিয়ে।

পঠিত : ৭৪৩ বার

মন্তব্য: ০