মিছিলের ডাক
তারিখঃ ২৫ জুলাই, ২০২১, ০২:৩৮
অনেক অপেক্ষা
আক্ষেপের পর,
এলো কাঙ্ক্ষিত মিছিলের ডাক।
যে মিছিল মুক্তির
যে মিছিল প্রেরণার,
যে মিছিল জান্নাতি মালেকের।
আঁধারে-আলোতে জয়ে-পরাজয়ে
সুখে -দুঃখে,
আমাদের আছে এক চেতনা
সে হলো বিপ্লবী দৃঢ়তা।
অনেক অপেক্ষা
নির্ঘুম রাতের পর
এলো কমরেডের ডাক।
মুক্তির আহবান
আশার আলো
এক বোঝা চিন্তা,
নিমেষেই দূর হয়ে যায়।
আগামী মুক্তির সংগ্রামে
জুলুমের শোধ মোরা তুলবোই
অত্যাচারির কন্ঠ রোধ করে
সুখময় পৃথিবী গড়বোই।
এপ্রিল ১৪- দু-হাজার ২০

মন্তব্য: ০