Alapon

সন্দেহপ্রবণতা বনাম সতর্কতা



সন্দেহপ্রবণতা বনাম সতর্কতা
"তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা বলোতো। '
"এই,তুমি কার সাথে চ্যাট করছো? "
"তুমি কোথায় যাচ্ছ? "
"তুমি ওই ছেলেটার সাথে কথা বললে কেন?"
বলতে পারবেন, এই উক্তিগুলোর মাঝে কোনগুলো সতর্কতামূলক আর কোনগুলো সন্দেহের বহিঃপ্রকাশ? আমাদের জীবনের সম্পর্কগুলোর, বিশেষ করে দাম্পত্য জীবনের সমস্যার কারণগুলোর মাঝে একটি মূল কারণ হলো- সাবধানতা এবং সন্দেহপ্রবণতা মাঝে পার্থক্য করতে না পারা। আমার অধিকারের সীমাবদ্ধতা কতটুকু,আর কখন আমার ইচ্ছাগুলো আমি অন্যের উপর চাপিয়ে দিচ্ছি, এটি বুঝতে না পারা সম্পর্ক নষ্টের জন্য যথেষ্ট!

মাথায় রাখা দরকার যে-
১. সতর্কতার পিছনে যুক্তি থাকে, সন্দেহপ্রবণতা অধিকাংশ ক্ষেত্রেই অযোক্তিক।
২.সতর্কতা কারো পার্সোনাল স্পেস নষ্ট করে না, সন্দেহপ্রবণতা ব্যক্তি স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায়।
৩.সতর্কতা সম্পর্ক সুন্দর করে,সন্দেহপ্রবণতা নষ্ট করে।
৪. সাধারণ সতর্কতা অন্যের কাছে খারাপ লাগে না,কিন্তু সন্দেহপ্রবণতা বিরক্তির উদ্রেক ঘটায়।
৫. সতর্কতা স্বাভাবিক, সন্দেহপ্রবণতা অস্বাভাবিক।

যেমন বাইরে যাওয়ার সময় আপনি আপনার প্রিয়জনকে প্রশ্ন করতেই পারেন, সে কোথায় যাচ্ছে; কিন্তু কখনোই সে কার সাথে মিশবে বা মিশবে না, এটি চাপিয়ে দিতে পারেন না।একইভাবে কেউ আপনার নিজস্বতাও নষ্ট করতে পারে না।
সম্পর্কে সাবধান থাকুন, সন্দেহপ্রবণ নয়!

#LifeSpring

পঠিত : ২৮১ বার

মন্তব্য: ০