Alapon

❝ আজকের দিন নয় পিছু হটবার ❞


❝ আজকের দিন নয় পিছু হটবার ❞

১২ই আগস্টের সেই কালো দিনে,
নিথর পড়ে একটি দেহ
সোহরাওয়ার্দী'র সবুজ অঙ্গনে
স্তব্ধ হয়ে আছে চারিপাশ
যেন প্রকৃতি হারিয়ে ফেলেছে
তার স্বাভাবিক গতি
এ শোক কীসের?

সাথীরা ছুটে এলো
কান্নায় ভেঙে পড়তে পড়তে
তারা জানে না এখনো
তাদের প্রিয় মালেক ভাই
অচিরেই তাদের যাবে ছেড়ে,
তার হাস্যোজ্জ্বল মুখ
আর দেখা যাবে না
প্রাচ্যের অক্সফোর্ডের কোন সভা সেমিনারে।

একজন মালেক, যার সাথে কবর দিতে চেয়েছিলো ওরা
ইসলামী শিক্ষাব্যবস্থা কে ও।
ওরা কি সফল?
নাকি বুকে জ্বলতে থাকা আলোর মশাল নিয়ে
আজো ছুটন্ত একদল তরুণ।
কে বলেছে ওরা বিজয়ী হবে?
বিজয় তো কেবল আল্লাহর দ্বীনের ই সুনিশ্চিত।
তবে কেনো পিছপা হই জীবনের মায়ায়
চলো সম্মুখপানে, হও আগুয়ান নিঃসংকোচে।

বাতিলের কূটচাল নস্যাৎ করো
আনো বিপ্লবের জোয়ার
দৃপ্ত কন্ঠে, বলিষ্ঠ স্বরে আওয়াজ তোলো
নতুন করে আবারও
“গড়তে হলে দেশ ও জাতি
চাই ইসলামী শিক্ষানীতি”

ওই দেখো, বিজয়ের মঞ্জিল,
হাসছে কেমন তোমার পানে চেয়ে
আর নয় বেশি দূর
কিছুটা পথ রয়েছে বাকি।
বুকে লয়ে স্বপ্ন যাও এগিয়ে
আল্লাহর প্রতিশ্রুতি হৃদয়ে রেখে
হারাবার নেই কিছু আজি।

~ সাবিহা সাবা।

পঠিত : ২৬৮ বার

মন্তব্য: ০