Alapon

দুরন্ত যুবক তুমি



টগবগে এক দুরন্ত যুবক তুমি
তোমাতেই লুকিয়ে আস্ত এক বীর,
শত বাধা বিপত্তি উতরিয়ে তুমি
ছিঁড়ে ফেলো জুলমের জিঞ্জির।

এই বয়সের যুবকেরা মানে না হার
সর্বদা বিজয়ের পথে যায় ছুটে,
ভেঙে দেয় সব কথিত আইন
দেয় ঘোর আঁধারের বাধন টুটে।

এই বয়সেরা হেটে চলে অবিরাম
তাকায় না তো তারা পিছুতে,
জালিমের রক্তমাখা চক্ষু দেখে
ভয় পায় না তো কিছুতে।

এই বয়সের যুবক যায় না দমে
কামান বুলেটের আঘাতে,
এই বয়সেরা জয় দেখিয়ে পারে
শত যুবকের ঈমান জাগাতে।

এই বয়সের সংজ্ঞায় থাকে
সকল অসাধ্য সাধন,
এই বয়সের দুরূহ হুংকারে
ভেঙে যায় পরাধীনতার বাধন।

কবিতা : দুরন্ত যুবক তুমি ||
লেখায় : সালাউদ্দিন কামরান

পঠিত : ৩৮২ বার

মন্তব্য: ০