Alapon

//অভিমানী প্রস্থান//



কোন এক ভরা পূর্নিমার রাতে আমার মৃত্যু হোক

বর্ষার পূর্ণিমা রাতে লোবানের গন্ধ ছাপিয়ে

কদমের গন্ধ পাওয়া যাবে—এমন রাতে।

মাতাল জোছনার পূর্ণ আলোয় আমার স্নান হবে
জাগতিক দুঃখরা সব ধুয়ে যাবে; আমি শুদ্ধ হবো।
আমি সব না পাওয়ার ঊর্ধ্বে উঠেও সব পেয়ে যাবো।

হয়তো কোন পাহাড়ের কোলে
ভরা পূর্ণিমায় আমি ভেসে চলে যাবো
আমি মিশে যাবো সেই পাহাড়ের ঘাসে; পাখির হলুদ ঠোঁটে।

জোনাকির আলোয় জ্বলে উঠবে আমার কষ্টগুলো
মিটিমিটি জ্বলা তারার কাছে খবর পৌঁছে যাবে—
এই পৃথিবীতে খুব অভিমান নিয়ে আজ কারো মৃত্যু হলো।

//অভিমানী প্রস্থান//
০২.০৩.১৭

পঠিত : ৩৪৪ বার

মন্তব্য: ০