Alapon

ভারত কেন তালেবানের সাথে সম্পর্ক রাখতে চায়?

The Hindu সংবাদ মাধ্যম জুনে কাতারি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছিল যে দোহায় তালেবানদের সাথে ভারত যোগাযোগ করেছে।

নয়াদিল্লি তালেবানদের কাছে তার প্রচারের খবর অস্বীকার করেনি।

এটি ভারতীয় পক্ষ থেকে দেরী হলেও বাস্তববাদী স্বীকৃতির ইঙ্গিত দেয় যে আগত বছরগুলিতে তালেবানরা আফগানিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

???? তালেবানদের সাথে আলোচনায় ভারতের তিনটি স্বার্থ রয়েছে।

1) আফগানিস্তানে মিলিয়ন মিলিয়ন ডলারের ভারতীয় বিনিয়োগকে রক্ষা করা
2) ভবিষ্যতের তালেবান সরকারকে পাকিস্তানি সামরিক বাহিনীর প্রভাব মুক্ত রাখা
3) তালেবানরা যাতে ভারত-বিরোধী কোন জিহাদী দলকে সমর্থন না করে তা নিশ্চিত করা।

অতীতে, ভারত আফগান যুদ্ধে তালেবানদের বিপরিতে নর্দান অ্যালায়েন্সকে সমর্থন করেছিল এবং তালেবানরা ক্ষমতায় থাকাকালীন বিরোধী পক্ষকে সমর্থন দিয়েছিল৷

এবার নয়াদিল্লি ভিন্ন পলিসি গ্রহণ করছে বলে মনে হচ্ছে।

#india #afganistan
#ভারত #তালেবান

পঠিত : ২৫৯ বার

মন্তব্য: ২

২০২১-০৯-২১ ১৪:২২

User
সামিউল ইসলাম বাবু

আরেকটু বিস্তারিত হলে ভালো হতো

submit

২০২১-০৯-২২ ১৮:৫৩

User
অভিনিবেশ :

ইনশাআল্লাহ, আগামীতে বিস্তারিত আলোচনা করব।

submit