Alapon

মুসাফির

উদার রাত্রির অনিঃশেষ আলেয়ার নীড়
সাহসী জোয়ান তোলে ধ্বনি, নারায়ে তাকবীর।

পাড়ি দিতে হবে কণ্টকাকীর্ণ দুর্গম গিরি পথ
পথে রয়েছে শত বাধা ,লুকিয়ে আছে বিপদ।

মুসাফির কয়,
সাহসী বীর নহে মোর দেহ
তবুও চলি বীর পদে
অন্ধকারে রুদ্ধ করে
পারেনা মোরে ঠেকাতে কেহ।

আঁধারের পরশ কেটে জেগে ওঠো নওজোয়ান
সহসাই আঁধার কেটে , উঠবে আলেয়ার নিশান

অবসর নেই বিশ্রামের, ছুটছে নিদ্রাহীন তিমির
ক্লান্ত শরীর, দুর্বল বাহু ,ছুটে চলছে মুসাফির।

মরীচিকায় পড়ে হয়োনা হতাশ, শক্ত করো বাহুবন্ধন
মুসাফির! আর খানিকটা চলো ,পাবে আলোকের সন্ধান।

শক্ত করে হাল ধরো ভয় কে করো উৎখাত
মুসাফির! তুমি সাত সাগরের, সংগ্রামী সিন্দাবাদ।

দেখো! তোমার লক্ষ্যে কারা যেন গাইছে বিজয়ের গান
প্রভাত ফেরী আসিয়াছে দুয়ারে ,সংকট করে অবসান

হও আগুয়ান মুসাফির! তুমি সত্যের ঝান্ডাধারী
খুনে রাঙিয়া করবে সৃজন ভবিষ্যতের কান্ডারী।

পঠিত : ৩৬৯ বার

মন্তব্য: ০