Alapon

তিনি উত্তম পরিকল্পনাকারী


আমার রব আমাকে সৃষ্টি করেছেন। তিনি জানেন কোনটা আমার জন্য কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। কেনো মাঝে মাঝে আমাদের থেকে প্রিয় জিনিস গুলো কেড়ে নেন, এটা একমাত্র তিনিই ভালো জানেন।

আমরা ভাবি, আল্লাহ কেনো আমাদের এতো বড় সর্বনাশ করলো। কেনো আমাদের প্রিয় জিনিসটি কেড়ে নিলো। অথচ আমরা এটা ভুলে যাই যে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন, আমাদের জন্য কোনটা ভালো হবে আর কোনটা খারাপ হবে।

আমার রব উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন বান্দার ভালোর জন্যই করেন। সার্থের এই দুনিয়ায় সবাই সার্থের জন্য আপনাকে ভালোবাসবে। এমন কি আপনার পরিবারও।

আপনি একবার রুজিরোজগার ছেড়ে দেন। দেখবেন আপনার ঘরের মানুষও আপনাকে দেখতে পারছে না। আপনার কোনো মূল্য-ই থাকবে না তাদের কাছে। আপনার সাথে ভালো ব্যবহারও করবে না। আর এটাই স্বাভাবিক।

কিন্তু, আপনার রবই একমাত্র যিনি সর্বদা আপনার সাথে আছেন। আর সাথে থাকবেন না বা কেনো, তিনিই যে আপনাকে সৃষ্টি করেছেন। তিনিই আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আপনার জন্য কোনটা মঙ্গলজনক সেটা একমাত্র তিনিই ভালো জানেন।

|| তিনি উত্তম পরিকল্পনাকারী ||
-সালাউদ্দিন কামরান

পঠিত : ৩৪ বার

ads

মন্তব্য: ০