হায় আফসোস
তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৩৫
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে সফল এবং সবচেয়ে সম্মানিত ব্যক্তি বিশ্বনবি হযরত মুহাম্মদ সা.
আল্লাহ নিজে যাকে আমাদের জন্য একমাত্র ও সর্বোত্তম আদর্শ বলে নির্ধারণ করে দিয়েছেন।
অথচ আমাদের আইডল হয়ে যায়, হৃদয়ের মানুষ হয়ে যায় অন্য কেউ! কোনো অমুসলিম! কোনো খেলোয়াড়, গায়ক, নায়ক!!
আমরা কিভাবে আমাদের চেতনা হারিয়েছি! মুসলিম উম্মাহ কিভাবে হারিয়েছে তাদের চেতনা!
অথচ রাসূলুল্লাহ স. বলেন,
"তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং অন্যান্য সকল মানুষের চেয়ে অধিক প্রিয় না হই।" (বুখারি ও মুসলিম)
মন্তব্য: ০