Alapon

জীবনের প্রত্যয়

একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়। স্বার্থবাদী ধ্যান-ধারণা থেকে তা থাকবে বহু ক্রোশ দূরে। নাস্তিকতা নয় বরং খোদার প্রতি দৃঢ় বিশ্বাস এর মাধ্যমে পূর্ণতা লাভ করতে চাইবে। সুস্থ চিন্তা চর্চার মাধ্যমে সফলতা লাভ করতে চাইবে। অসৎ ব্যক্তিত্ব সেখানে সংখ্যালঘু হিসেবে বিবেচিত হবে। এক ভাইয়ের নিরাপত্তায় আরেক ভাই পূরণ করতে যথেষ্ট হবে। শুধু ভোগ নয় বন্টন নীতির মাধ্যমে সকলের চাহিদা পূরণ হবে।

এর জন্য চাই এক মহাবিপ্লব । মরু সাইমুম এর মত ক্ষিপ্র একদল মানুষ। যারা হবে সত্যের উপর বলীয়ান। তাদের মধ্যে থাকবে চক্ষু শীতলকারী মানবীয় বৈশিষ্ট্যের সমাহার। তাদের অন্তর হবে তরবারির চাইতেও উজ্জল। ভরসা করবে এক আল্লাহর প্রতি। পশ্চাদবরণ তো দূরের কথা একমাত্র মৃত্যু ব্যতীত তাদের, আন্দোলন থেকে কেউ বিচ্যুত করতে পারবে না।

পঠিত : ৪৯৭ বার

মন্তব্য: ০