Alapon

সমালোচনা


আসসালামু আলাইকুম /আচ্ছালামুয়ালাইকুম
"সমালোচনা "
আমি দুইভাবে সালাম দিয়েছি যারা সমালোচনায় অভ্যস্ত তারা সমালোচনা করবে
আমার সমালোচনায় অভ্যস্ত।
প্রতি-নিয়তো আমরা কারো না কারো সমালোচনায় নিজের মূল্যবান সময়টুকু নষ্ট করতেছি।
আমার একটি বারের জন্যও ভাবিনা যার সমালোচনা করতেছি তার বর্তমান পরিস্থিতি কিরকম।
জীবনে সাফলতা আমরা সকলে চাই।
নিজের জীবনের সফল্য অর্জনের জন্য সবথেকে কঠিন কাজগুলো আমাদের করতে হয়,সেই কাজগুলো আমরা কেউ করতে পারি আবার কেউ পারিনা।
যারা পারিনা তারা অলস পৃকিতির।
দুনিয়াতে যে কঠিন কাজগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি কাজের কথা,
হযরত আলী রা: বলেছেন,
"দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা"
মনে রাখবেন আলস ব্যাক্তিরা কঠিন কাজ করতে পারেনা তাই তারা সহজ কাজ তথা সমালোচনা করে।
অতএব আমরা অপরের সমালোচনা পরিহার করে নিজেদের আত্ত-সমালোচনার মাধ্যমে নিজেকে পরিবর্তন করি।

পঠিত : ৬১৮ বার

মন্তব্য: ০