কল
তারিখঃ ৫ অক্টোবর, ২০২১, ১৮:২৫
কল
একটা বিবেকবান মানুষ তার সমস্ত কাজ ভেবে চিনতে করে।
আমাদের প্রোয়োজনে আমরা অনেক মানুষকেই কল দিয়ে থাকি।
অযথা কল খুব কম দেই।
কাউকে কল দেওয়া বাংলাদেশের আইনে দোষের কিছু নয় কিন্তু একজন বিবেকবান ব্যাক্তি কাউকে কল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোন সময় কল দিচ্ছেন।
যাকে কল দিচ্ছেন তিনি এখন কি করতে পারে নূন্যতম এটুকু জ্ঞান থাকা দরকার হতে পারে তার ইবাদতের সময় কিংবা খাওয়ার সময় অথবা কাজের সময় কল দিচ্ছেন অপর ব্যাক্তি আপনাকে কিছু না বললেও আপনার উপর বিরক্ত হতে পারে এটাই স্বাভাবিক।
আবার অনেক সময় আমরা নেটওয়ার্ক এর সমস্যায় পড়ে যাই।
নেটওয়ার্ক এর সমস্যা হলে কথা না বলাটাই ভালো কারণ অপরপক্ষের ব্যাক্তিটি আপনার কথা ভালো ভাবে শুনতে পারবেনা।
কিন্তু পরিস্থিতি সব সময় এক হয়না অনেক সময় খুবেই ইমারজেন্সি কোনো বিষয় থাকে সেক্ষেত্রে কল দিতেই হবে পরিস্থিতি যাই হোক।
কে আমাকে কখন কল করবে সেটা আমার অজানা।
আজরাইল আমাকে যেকোনো সময় কল করতে পারে
এই কল রিছিব করতে না চাইলে ও,,
অটোমেটিক রিছিব হয়ে যাবে,,
কেটে দেওয়ার কনো অপশন নেই।
তাই আমাদের উচিৎ কাউকে কল দেওয়ার আগে পরিস্থিতি সম্পর্কে অবহিত হাওয়া ও কেউ আমাকে কল দিতে পারে সে সম্পর্কেও সচেতন থাকা

মন্তব্য: ২