Alapon

আওয়ামী লীগ যেভাবে সংখ্যালঘুদের সাথে বাঘ বকরি খেলা চালিয়ে যাচ্ছে...?



একবার আমার এক হিন্দু ধর্মালম্বি বন্ধুর সাথে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কথা হচ্ছিল। কথার এক পর্যায়ে সে বলেছিল, ‘আসলে মুসলমানরা চায় না, হিন্দুরা বাংলাদেশে থাকুক। তাই তারা নির্যাতন করে আমাদের দেশ ত্যাগ করতে বাধ্য করতে চাচ্ছে।’

আমি তার কথা শুনে বললাম, ‘তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা বলতো, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হলে রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয় কোন দল বা এই ইস্যুকে কেন্দ্র করে সবচেয়ে বেশি পলিটিক্যাল বেনিফিট আদায় করে নেয় কোন দলটি?’
সে তখন খানিক ভেবে বলল, ‘আওয়ামী লীগ।’
আমি বললাম, ‘একদমই ঠিক কথা বলেছো! খেয়াল করলে দেখবা, বিএনপি সরকারের আমলে কোনো হিন্দুর উপর আক্রমণ করা হলে, আওয়ামী লীগ সেটাকে সংখ্যালঘুদের উপর হামলা বলে দাবি করে। একইসাথে আওয়ামী লীগ বলে, এই সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। বিএনপি সরকারের কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয়। আবার আওয়ামী লীগ সরকারের আমলে যখন কোনো হিন্দুর উপর হামলা করা হয়, তখন আওয়ামী লীগ সেটাকে সংখ্যালঘুদের উপর আক্রমণ বলতে চায় না। তারা সেটাকে স্রেফ একজন হিন্দুর উপর আক্রমণ বলতে চায়। অন্যদিকে, তখন তারা বলে যে, সংখ্যালঘুদের উপর বিএনপি জামায়াত আক্রমণ চালাচ্ছে, নির্যাতন করছে। আর এখন তো সরকার আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার যে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, আওয়ামী লীগ সরকারের হাতেও তো সংখ্যালঘুরা নিরাপদ নয়। কিন্তু তারপরও সংখ্যালঘুরা এই আওয়ামী লীগের উপরই আস্থা রাখে। আর এই সুযোগটাই গ্রহণ করে আওয়ামী লীগের সুযোগসন্ধানী ভূমি দস্যু নেতারা!’

আমার এ কথায় সে একমত হয় এবং বলে, ‘হ্যা, আশ্চর্যজনক হলেও সত্য, আমি দেখেছি, যেসব হিন্দুরা ভারতে চলে যায়, তাদের অধিকাংশেরই বাড়িঘর আওয়ামী লীগ নেতারা নাম মাত্র মূল্যে ক্রয় করে নেয়।’

আমি তখন বললাম, ‘মূল পয়েন্ট এটাই। আসলে সংখ্যালঘুদের নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করে আওয়ামী লীগ। আবার সংখ্যালঘুদের ফেলে যাওয়া বাড়িঘরও আওয়ামী লীগের নেতারাই সবচেয়ে বেশি দখল করে। আর স্থানীয়ভাবে যদি খোঁজ খবর করা যায়, তাহলে দেখা যাবে, প্রায় প্রত্যেক হিন্দুই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের নেতাদের দ্বারা নির্যাতনের স্বীকার। কিন্তু সেই নির্যাতনকে সংখ্যালঘু নির্যাতন বলা হচ্ছে না। আর কোনোভাবে যদি ভুল ক্রমেও কোনো মাওলানা কোনো হিন্দুর সাথে বাদানুবাদে জড়িয়েছে, তবে আওয়ামী লীগের সুযোগসন্ধানী নেতারা সেটাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করে নেয়। এই বাদানুবাদের সমস্ত ফায়দা ওই রাজনৈতিক নেতারা আদায় করে নেয়। লাভের গুড় খায় আওয়ামী লীগ, দোষের ভাগিদার হয় মাওলানারা আর ঘরবাড়ি হারা হয় হিন্দু বা সংখ্যালঘুরা। দেশে স্বাধীনের পর থেকে এভাবেই চলছে।’

আমি তাকে বললাম, ‘তুমি কি জানো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন। আর গত ১২ বছরে সেই নির্যাতনের পরিমাণ আরও বেড়েছে। অথচ এসব ঘটনাকে পুঁজি করে সবচেয়ে বেশি ফায়দা আওয়ামী লীগই লুটে নিয়েছে। কিন্তু আওয়ামী লীগের যেসব নেতারা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত, আওয়ামী লীগ আবার তাদেরকেই পুরষ্কৃত করে!’

এভাবেই সংখ্যালঘুদের সাথে আওয়ামী লীগ বাঘ বকরি খেলা চালিয়ে যাচ্ছে!

পঠিত : ৩০০ বার

মন্তব্য: ০