Alapon

মুহাম্মদ (স.) : সিরাজাম মুনিরা

মুহাম্মদ (স.) : সিরাজাম মুনিরা

ঘোর অন্ধকার।
অজস্র পথহারা পথিকেরা মুক্তির প্রহর গুণছে প্রতি ক্ষণে। মুক্তিপাগল মানুষেরা একজন সেনাপতির অপেক্ষায়, যিনি হবেন ঘোর অমানিশায় আলোর মশাল হাতে পথহারা ক্লান্ত পথিকের পথের দিশা। জাগাবেন আশার আলো। হবেন সবার বিশ্বস্ত বন্ধু। যার কাছে সব খুলে বলা যায়, হ‌ওয়া যায় বড় আশ্বস্ত।

হ্যাঁ। বিশ্বজাহানের প্রতিপালক মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এমন‌ই একজন সেনাপতি পাঠালেন এ ধরার বুকে। এক সিরাজাম মুনিরা (উজ্জ্বল প্রদীপ)।¹সূরা আহযাব : ৪৬;

মুহাম্মদ (স.)। জাহেলিয়াতের চরম অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে হেরার আলোয় আলোকিত করতে এ ধরায় আবির্ভূত হয়েছিলেন মুক্তির রাহবার হয়ে।

মুক্তিপাগল মানুষের পথের দিশা, মজলুমের বিশ্বস্ত বন্ধু, জালিমের অন্তরের কম্পন, অসহায়দের আশার আলো, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্বস্ত নেতা; এমন সকল বিশেষণ‌ই যেন তাঁর জন্য কম হয়ে যায়! গোটা জগতের জন্য আল্লাহর রহমতের ফল্গুধারা বয়ে নিয়ে এসেছিলেন তিনি।
আল্লাহর ভাষায়, ‘হে নবী আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।’
(২১-সূরা আম্বিয়া : ১০৭)
চলবে.....

পঠিত : ৩৯২ বার

মন্তব্য: ০