Alapon

পরিবর্তনপরিবর্তন! মানুষের জন্য নয়,নিজেকে আল্লাহর জন্য পরিবর্তন করুন।

মানুষ বড়ই আজব
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে (আমাদের এই বিশ্বগ্রামে) মানুষকে চিনতে খুব কষ্ট হয়।
তাইতো পৃথিবীতে ডিপ্রেশন নামক শব্দের ব্যবহার প্রতিনিয়ত হচ্ছে।
পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ভালো অথবা খারাপ মানুষের সমন্বয়ে আমাদের চলাফেরা ।
কিন্তু এর মধ্যে একপ্রকারের মানুষ রয়েছে তারা ভালো কী খারাপ আপনি বিবেচনা করতে পারবেননা অর্থ্যাৎ তারা ভালো,খারাপ উভয় কাজেই জরিত।
অন্যোর কথা বাদ দিলাম আচ্ছা আমি কী নিজেকে চিনতে পেরেছি???
আচ্ছা আমি মানুষ হিসাবে কী ভালো নাকি খারাপ নিজের বিবেককে কী কখনো প্রশ্ন করেছি.......
প্রশ্ন করুন নিজের বিবেককে উত্তর পেয়ে যাবেন।
আমি সবসময় অন্যোর সমালোচনায় ব্যাস্ত সে কিরকম ভালো নাকি খারাপ,মোটা নাকি পাতলা,লম্বা নাকি খাটো........ এগুলোতেই আমার মহামূল্যবান সময়টুকু চলে যাচ্ছে চিন্তা করতে করতে।
কিন্তু আমি যদি এইসময়টুকু আমাকে গড়ার কোনো কাজে ব্যয় করি তাহলে ব্যাক্তি হিসাবে আমার নিজেকে পরিবর্তন করা সম্ভব।
আসুন আমরা অন্যকে চিনার পরিবর্তে নিজেকে চিনি
"নিজেকে চিনার তুমি তৌফিক দাও খোদা আমাকে চিনার তুমি তৌফিক দাও"
আসুন নিজেকে চিনার মাধ্যমে নিজেকে পরিবর্তন করি।

পঠিত : ১০৭৫ বার

মন্তব্য: ০