Alapon

ঈমান

আল্লাহর উপর বিশ্বাস, তার ফেরেস্তাসমুহের বিশ্বাস, কিতাবের উপর বিশ্বাস, রাসূলগনের উপর বিশ্বাস, আখেরাতের উপর বিশ্বাস,জীবন - মৃত্যুর উপর বিশ্বাস ...... স্থাপন করে। ঈমান এনেছি আমরা।
আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরিক নেই , তিনি চিরন জীব এবং তাকে নিদ্রা
স্পর্শ করতে পারে না।
এভাবে আমরা ঈমানের দাবিদার। আজ আমাদের ঈমান মোড়কে মোড়ানো হয়েগেছে। আল্লাহর কিতাবের উপরি ভাগকে ভালোবাসি কিন্তু তার ভেতরের কথাগুলোকে মানতে পারি না। মানতে গেলে নিজের ইচ্ছে মতো চলা যায় না, কারন নিজেকে কিতাব অনুযায়ী চলতে হয়।

পঠিত : ২৩২ বার

মন্তব্য: ০